নাজমুল হক রাইয়ান #
উড়ছে উড়ুক ওই পতাকা
ডাকছে ডাকুক কাক,
একাত্তরের মুক্তি লড়াই
আজও লড়তে থাক।
ঝড়ছে ঝাড়ুক রক্ত কণা
মাখছে মাখুক ধুল,
এখনো যে বন্ধক রাখা
মায়ের কানের দুল।
পুড়ছে পুড়ুক স্বপ্ন শত
ভাঙছে ভাঙুক মন,
সত্যিকারের মুক্ত এ দেশ
আজ বড়ই প্রয়োজন।
করছে করুক গন্ড বাজি
মারছে মারুক ঘাড়,
শক্ত হাতে ধরতে হবে
স্বাধীনতার দাঁড়।
শুনছে শুনুক এই পৃথিবী
স্বাধীন স্বাধীন গান,
তুইতো জানিস কি পেয়েছি
স্বাধীনতার দান!