মানসুর মুজাম্মিল #
ঘর বাড়ি সব ছেড়ে
দু’টি পা বাড়াই
শীতল হাওয়ার বুকে
সহসা দাঁড়াই।
আমাকে ডাকছে কারা
আড়ালে আড়ালে
কিই বা ক্ষতি এমন
খেলাটা হারালে!
আমি কি পারছি হতে
আলোর প্রহরী
দেখাতে পারছি কি গো
সুখের নহরী।
ঘর বাড়ি সব ছেড়ে
দু’টি পা বাড়াইÑ
ভেতরের পশুটাকে
সহসা তাড়াই ॥