আমিনুল ইসলাম #
গুণগুণ ফালগুন
গান গায় পাখিরাও
ফুলে ফুলে দুলে দুলে
হাসে এই দেশ গাঁও।
কোকিলের কুহুতানে
মুখরিত দেশটা
ঋতুরাজ বলে যেন
ভালো পরিবেশটা।
বাতাসের মাঝে বাজে
ছুঁয়ে যাওয়া সেই সুর
সবুজের দোলা লেগে
ভালো লাগে ফুরফুর।
গুণগুণ ফালগুন
বসন্ত আসলো
পাখি ফুল ঝর্ণারা
খুশি মনে হাসলো।