হেলাল আনওয়ার #
গাছে গাছে কচি পাতা পাখি গায় গান
ঝির ঝির বাতাসে শোনায় আজান।
জিকিরের সাথে মাথা দেদোল দোলায়
ফাগুনের বাতাসে মনটা ভোলায়।
কোকিলের কুহুতান ভেসে আসে সুর
চারদিকে খোশবু করে ভুর ভুর।
গাছে গাছে নবসাজ ডালে ফোটে ফুল
শোভায় শোভায় শোভিত ধরণী দুকূল।
সবখানে সাজ সাজ পড়ে যায় সাড়া
আড়মোড়া দিয়ে জাগে ঘুম ঘোর পাড়া।
ধরাকুল মন খুলে বধু বেশে সাজে
শিমুলের লাল ফুল, কেয়া পাতা বাজে।
ফালগুন এলো তাই পড়ে গেছে ধুম
উষ্ণ বাতাসে যেন নেমে আসে ঘুম।