মাহমুদুল হাসান খোকন #
হতে চাই আমি শুধু বড় মাপের কবি
আঁকতে চাই আমি শিল্পীর আঁকা ছবি।
লিখতে চাই আমি দেশ জাতির কথা
জানতে চাই আমি দুঃখীর ক্ষত-ব্যথা।
মানতে চাই আমি বড়দের উপদেশ
ভুলতে চাই আমি সকল প্রকার ক্লেশ।
করতে চাই আমি কেবল ভাল কাজ
দেখতে চাই আমি সাম্যের সমাজ।
গড়তে চাই আমি সুখের একটি দেশ
বানাতে চাই আমি সোনার বাংলাদেশ।