দোলন চাপা #
আমরা শিশু আমরা কিশোর
নতুন ভোরের আলো
আপন তেজে জ্বলব ধরায়
দূর হবে সব কালো।
থাকবে না কেউ গরিব দুঃখী
সবাই রবে সুখে
অসহায়ের সহায় হয়ে
টেনে নেব বুকে।
অন্যায় আর অত্যাচারে
মরবে না কেউ ধুঁকে
মিথ্যে নামের ছলচাতুরী
সবাই দেব রুখে।
লাল-সবুজের ওই পতাকার
শপথ নিলাম বেশ
শিশু-কিশোর আয়রে ছুটে
গড়ব সোনার দেশ।