কে জি মোস্তফা #
মায়ের মতো মাতৃভাষা
মধুর কথাকলি
মায়ের কোলে বাংলাভাষায়
ফোটে মুখের বুলি ॥
বাংলাদেশে জন্ম লভি
বাংলাভাষায় আমরা সবি
মনের কথা ব্যক্ত করে
সকল ব্যথা ভুলি ॥
বাংলাভাষায় লুকিয়ে আছে
মুক্তা-মানিক ধন
মিটবে ক্ষুধা মিলবে সুধা
করলে এর যতন ॥
যতই ভালো পরের ভাষা
মেটে না সাধ মনের আশা
ধন্য মোরা মায়ের ভাষায়
প্রাণের কথা বলি ॥