Home ছড়া-কবিতা মায়ের ভাষা

মায়ের ভাষা

আলম শাম্স

আমার তোমার সবার ভাষা
প্রিয় বাংলা ভাষা,
মায়ের মুখের বাণী শুনেই
আসলো মুখে হাসা।

মনের ভেতর ভাষার নদী
কলকলিয়ে বয়,
এই নদীটার সুরে সুরে
মানুষ কথা কয়।

সালাম রফিক বরকত জব্বার
ফিরে ফিরে আসে
একুশ এলেই শহীদ মিনার
ফুলে ফুলে হাসে।

একুশ মানেই বাংলা ভাষা
মায়ের শত আশা
এই ভাষাতে ফসল ফলায়
রাখাল কৃষক চাষা।

SHARE

Leave a Reply