কামাল হোসাইন #
আমার একুশ স্বপ্ন দেখায়
নতুন করে বাঁচতে শেখায়
যেমন করে রফিক-শফিক
ভাষার দাবি নিয়ে
মায়ের ভাষা রক্ষা করে
জীবন ঢেলে দিয়ে।
উঁচিয়ে রেখে এই মাথাটা
লাল-সবুজের এই পতাকা
স্বপ্ন দেখি তেমন করে
যেমনটি বরকত
স্বপ্ন দেখে বুকের খুনে
ভেজালো রাজপথ।
আজো শুনি উতল হয়ে
প্রভাতফেরির গান;
আহা আমার বাংলা ভাষা
আমার প্রেম উদ্যান।