আবদুল্লাহ মুহাম্মদ আনাস #
উদাস দুপুর ডাকছে আমায়
কর্ণফুলীর চরে,
মন বসে না বইয়ের ভেতর
কিংবা পড়ার ঘরে।
ডাকছে আমায় সোনার আলো
গাছ-গাছালির ছায়া,
নদীর তীরে ঘাস-ফুলদের
বুকভরা খুব মায়া।
দরজা খুলে ছুটে গেলাম
তেপান্তরের মাঠে,
শান্ত জলে গা ডুবালাম
দরগাতলার ঘাটে।
চলছি ছুটে সবুজ বুকে
মটরশুঁটির ক্ষেতে,
হারিয়ে যাব কুমড়ো তলায়
ভাবছি যেতে যেতে।
এমনিভাবে চাই কাটাতে
আমার সারা বেলা,
উটকো লাগে রইতে একা
পড়তে সন্ধ্যা বেলা।