সুরুজ মাহমুদ খান #
চাঁদমামা চাঁদমামা
গায়ে দিয়ে মেঘজামা
ঘুরে বেড়ায় তারার সনে
যখন খুশি আপন মনে।
সেই খুশিতে আঁধার চিরে
জোছনা রানী এলো ফিরে
ঘরের কোণে পুকুর পাড়ে
বাঁশ বাগানে ঝোপের ধারে।
তাই না দেখে ছুটকি ছোটন
সাথে ছিল টুম্পা টোটন
চাঁদের আলোয় সন্ধ্যারাতে
উঠোন মাঝে খেলায় মাতে।