হাফিয মাসুম বিল্লাহ #
মাগো তোমায় মনে পড়ে দূরে যখন থাকি
হৃদয় চোখে তোমার মায়া মুখটি শুধু দেখি
পড়াশোনা কাজের চাপে হয় না কথা ফোনে
তোমার স্মৃতি থাকে তবু আমার মনের কোণে
মাগো তুমি রাগ করো না দেই না যখন ফোন
তোমায় ভেবেই ভিজে থাকে আমার আঁখির কোণ
নয়ন জলে কেঁদে কেঁদে দু’টি হাত যে তুলি
মাকে তুমি সুখে রেখো প্রভুর কাছে বলি
আমার জন্য ভেবো না মা আমি ভালো আছি
মনে করো খোকা সদা তোমার কাছাকাছি
আমায় শুধু দোয়া করো কান্নাকাটি নয়
আমায় নিয়ে স্বপ্ন তোমার পূর্ণ যেনো হয়।