এস আই সানী #
শিশির ফোঁটা বলছে কথা সবুজ ঘাসের সনে
মিষ্টি আলোয় ফুল ফুটেছে পেখম মেলে বনে
ফুলের ভাষা পাখির ঠোঁটে ভাসছে মেঘের সাথে
নীল জোনাকি বলছে কথা ঝোপের ছায়ায় রাতে।
রাতের ভাষা নদীর বুকে ঢেউয়ের তালে দোলে
পুব আকাশে ভোরের রবি অলস ঘোমটা খোলে
রবির ভাষা ঝলসে ওঠে কৃষ্ণচূড়ার ডালে
কৃষ্ণচূড়ার বোল ফুটেছে অষ্ট ফাগুন কালে।
আমার ভাষা ভাসছে এখন মুক্ত দিঘির জলে
মুক্ত হাওয়ায় কাটছে সাঁতার পদ্ম পাতার তলে।