Home তোমাদের কবিতা বাংলা ভাষা

বাংলা ভাষা

ফরিদ আহমদ ফরাজী #

সবুজ বনে পাখির বাসা
কিচিরমিচির পাখির ভাষা
ছলাৎ ছলাৎ ঢেউয়ের ভাষায়
হৃদয় ভরে না
সকল জনের মাতৃভাষা
প্রাণ জুড়ানো বাংলা ভাষা
ভালোবাসায় হৃদয় ঠাসা
নেই যে তুলনা।

SHARE

Leave a Reply