নাঈম উদ্দিন চৌধুরী #
মনের ভাষা করতে প্রকাশ
মাতৃভাষা চাই
মায়ের ভাষার চাইতে মধুর
আর যে ভাষা নাই।
এ ভাষাতেই গান, কবিতা
ছড়া গল্প লিখি
এ ভাষার চর্চা করে
অনেক কিছুই শিখি।
ভাষার জন্য জীবন দিলো
আমার যত ভাই
তাদের জন্য খোদার কাছে
মাগফিরাত যে চাই।
নাঈম উদ্দিন চৌধুরী #
মনের ভাষা করতে প্রকাশ
মাতৃভাষা চাই
মায়ের ভাষার চাইতে মধুর
আর যে ভাষা নাই।
এ ভাষাতেই গান, কবিতা
ছড়া গল্প লিখি
এ ভাষার চর্চা করে
অনেক কিছুই শিখি।
ভাষার জন্য জীবন দিলো
আমার যত ভাই
তাদের জন্য খোদার কাছে
মাগফিরাত যে চাই।