রাজিব আহমেদ রনি #
বাংলা ভাষা মাতৃভাষা
বাংলা মায়ের কোল
বাংলা ভাষার গান গেয়ে সব
মধুর ধ্বনি তোল।
বাংলা আমার প্রাণের ভাষা
শিশুর আধো বোল
বাংলা মায়ের গান শুনে তাই
খায় শিশুরা দোল।
বাংলা আমার আকুল করা
পাখির কলরোল
হিংসা ভুলে সবাই তোরা
প্রাণের দুয়ার খোল।