Home তোমাদের কবিতা আনন্দের বান

আনন্দের বান

মো: শরীফ #

পূির্ণমা রাত, শুভ্র আকাশ বাতাস ঝিরিঝিরি
ঘুমিয়ে সবাই, দিঘির পানি কাঁপছে থিরিথিরি
চাঁদের সাথে তারার মেলা চলছে লুকোচুরি
মেঘের ফাঁকে পৃথিবী আঁকে আলোর স্বপ্নপুরী
আনন্দের বানে খুশির তালে সবাই আছে মেতে
টুকরো মেঘ হাতটি নাড়ায় হাসছে যেতে যেতে
সর্ষে ফুলে হলুদ মুখে রঙের লুটোপুটি
বান লেগেছে সঙ সেজেছে শিম আর মাটরশুঁটি
পড়ছে শিশির গভীর নিশির মিষ্টি ধানের শিষে
নদীর তীরে আলোর ভিড়ে ঢেউ গেছে আজ মিশে
নৌকা ভাসে মাঝি হাসে বইছে ¯্রােতধারা
জোসনা রাতে জোনাক মাতে খুশিতে বাঁধনহারা।

SHARE

Leave a Reply