Home তোমাদের কবিতা শিশির ভেজা সকাল

শিশির ভেজা সকাল

ফারুক হাসান #

শিশির হাসে শিউলি ফোটে ভোরের আঙিনায়
নীল আকাশে রঙের ছোঁয়া দেখবি কে কে আয়
কী অপরূপ রূপের মায়া শীতের সকালবেলা
সবুজ ঘাসে দোয়েল টিয়ে ঘাস ফড়িঙের খেলা।
দীঘির পাড়ে বাজনা বাজে তাকুর-কুর-কুর তাক
সারাটি গ্রাম উঠলো মেতে দিচ্ছে নতুন ডাক
শিশির ভেজা ধানের শিষে স্বপ্নে জেগে রই
সদ্য কাটা খেজুর রসে মুড়কি মুড়ি খই
অগ্রায়নে সাতসকালে সুমার ভাঙে ঘুম
আনন্দেতে কৃষাণীদের সোহাগ মাখা চুম।

SHARE

Leave a Reply