Home তোমাদের কবিতা বনের পাখি, খাঁচার পাখি

বনের পাখি, খাঁচার পাখি

সাইফ ফরহাদী #

বনের পাখি, খাঁচার পাখি
ঢের ব্যবধান ঢের
খাঁচা হতে ছাড়লে পাখি
তাই ফেরে না ফের
খাঁচার পাখির বন্দিজীবন
মন উচাটন তায়
ছটফটিয়ে মরতে রাজি
বন্দী থাকা দায়
বনের পাখির স্বাধীন জীবন
নেই বাধা নেই কোনো
চির সুখের জীবন যে তার
যতই বলুক বুনো।

SHARE

Leave a Reply