নবীন সিদ্দিকী #
আমরা হলাম স্বাধীন পাখি
যতদূরে যাচ্ছে আঁখি
তারচেয়ে দূরে
যাওয়াই আমার ইচ্ছে।
কাঁটাতারে বন্দী করে
নিত্য নতুন ফন্দি করে
ওরা আমার স্বপ্ন ভেঙে দিচ্ছে।
নবীন সিদ্দিকী #
আমরা হলাম স্বাধীন পাখি
যতদূরে যাচ্ছে আঁখি
তারচেয়ে দূরে
যাওয়াই আমার ইচ্ছে।
কাঁটাতারে বন্দী করে
নিত্য নতুন ফন্দি করে
ওরা আমার স্বপ্ন ভেঙে দিচ্ছে।