Home তোমাদের কবিতা ছোট পাখি

ছোট পাখি

রওশন মতিন #

ছোট্ট পাখি আপন নীড়তো বুনিস
দূর আকাশের তারার গান কি শুনিস!
ভাবনা কিসের. তোর আছে ক্লাসের পড়া
অঙ্ক কষা, তুই কি লিখিস গল্প ছড়া!
তোর আছে কি লিলি আপা, শাসন সুরে
চোখের আড়াল হলেই বলবে, যাসনে দূরে।
নেই মাস্টার, বইয়ের বোঝা, বেতের সাজা
হল্লা নেই, তুইতো নিজেই নিজের রাজা
বনের চিঠি পড়তে পারিস, সবুজ ডানায়
ইচ্ছে হলেই উড়তে পারিস দূর অজানায়!
ছোট্ট পাখি, তুই কি জানিস সোনার কাঠির দেশ
রাঙা ঘোড়ার ডালিম কুমার মস্ত বীরের বেশ!
তোর ঠোঁটে কি বনের চিঠি, মুক্ত হাওয়ার দোলা
সবুজ পাখার স্বাধীনতা, নির্ভয়ে পাল তোলা
পাহাড় ডাকে দূরের আকাশ শান্ত কেমন নীল
ছোট্ট পাখি বন্ধু সবারÑ সবার সাথে মিল!

SHARE

Leave a Reply