কাইছার হামিদ #
শীত এলে চাই যে পেতে
মোটা লেপের উম
দু’চোখ জুড়ে ঘুম পরীরা
বুলিয়ে দেয় ঘুম।
শীত এলে ভাল লাগে
পিঠাপুলি খেতে
শিশির ভেজা ঘাসের ওপর
আনন্দে আজ মেতে
শীত এলে ঘুরে বেড়াই
নানান জায়গায় রোজ
পথশিশুটা কেমন আছে
নিলাম কি তার খোঁজ?
কাইছার হামিদ #
শীত এলে চাই যে পেতে
মোটা লেপের উম
দু’চোখ জুড়ে ঘুম পরীরা
বুলিয়ে দেয় ঘুম।
শীত এলে ভাল লাগে
পিঠাপুলি খেতে
শিশির ভেজা ঘাসের ওপর
আনন্দে আজ মেতে
শীত এলে ঘুরে বেড়াই
নানান জায়গায় রোজ
পথশিশুটা কেমন আছে
নিলাম কি তার খোঁজ?