Home তোমাদের কবিতা একটি গোলাপ

একটি গোলাপ

আবদুল ওহাব আজাদ

মরুর বুকে একটি গোলাপ ফুটলো
সেই সুবাসে তামাম অলি জুটলো
তাঁর পরশে আঁধার জগৎ টুটলো
নীল আকাশে দ্বীনের রবি উঠলো
সেই রবিটি আর কেহ নয় মুহাম্মদ (সা) যার নাম
তাঁর সকাশে দরুদ পাঠাই আমরা অবিরাম।

SHARE

Leave a Reply