মো: ইকবাল আহম্মেদ
কলম দিয়ে কুরআন লেখে
কলমে চলে দুর্নীতি
কলম দিয়ে হচ্ছে শাসন
চলছে কত রাজনীতি।
কেউ বা আবার ভালো কাজে
কলমে লিখে বারবার
কেউবা আমার করছে দ্যাখো
খারাপ কাজের কারবার।
কলম দিয়ে দিচ্ছে ফাঁসি
কলম দিয়ে দিচ্ছে ছাড়
কাউকে আবার কলম দিয়ে
হচ্ছে করা অবিচার।