Home ছড়া-কবিতা শীত

শীত

আশরাফ আল দীন #

বাংলা নামের পলিমাটির দেশে
প্রতি বছর শীতের ঋতু আসে
হাসি-কান্নার এটুক সময় জুড়ে
সুখ কারোবা দুঃখ আসে উড়ে।

শীত তো আসে শহর ও গাঁ’র ’পরে
ঘোর কুয়াশায় যায় না দেখা দূরে
বাদ ফজরে শিউলি তুলে আনা
পিঠে-পুলির নানান মজার খানা
বিকেল হলেই খেলার মাঠে ধুম!
দীর্ঘ রাতে এত্ত কি হয় ঘুম?
লেপ-তোশকের ওমে কাটে রাত
সুযোগ পেলেই খেজুর রসের স্বাদ!

সবার কাছে শীত কি মজার কাল?
অভাবীদের কাছে বড্ড এক জঞ্জাল!
আগুন পোহায় শুকনো খড় ও কুটোয়
ঠান্ডা লাগে ছেঁড়া জামার ফুটোয়!
শীতের রাতকে ওদের ভীষণ ভয়
আহা! ভীষণ কষ্টে মৃত্যুও যে হয়!

শত সুখে তোমরা বরং ওদের খবর নিও
যখন পারো যেটুক পারো হাত বাড়িয়ে দিও।

SHARE

Leave a Reply