সোলায়মান আহসান#
সাত বাঁকা এক লাঠি হাতে
শীতবুড়িটা এসে
ঠক্ ঠকা ঠক্ শপ্ শপা শপ্
হিম ছড়ালো দেশে।
দাঁত ঠকা ঠক্ শীতের চোটে
কাঁপছে খোকন সোনা
শীত এসেছে গাঁও-গেরামে
হয়নি কাঁথা বোনা।
কে বুনবে নকশি কাঁথা
কে বুনবে বলো
ছন্নছাড়া দেশটা হতে
বসন উজাড় হলো।
নাই যে সুতো নাই যে কাপড়
রঙিন মানুষ নাই
ক্ষুধার পিদিম জ্বলছে পেটে
নিত্য, সর্বদাই।
ধুপ ধুপা ধুপ্ ঢেঁকির শব্দ
পিঠে পুলির ঘ্রাণ
নাইগো আজি সোনার গাঁও-এ
নাই মানুষে প্রাণ।
বসন ছাড়া ক্ষুধার মানিক
জ্বলছে পেটে দ্বিগুণ
শীত তাড়াতে খোকন সনো
ডাকছে আরেক ফাগুন।