কুতুব উদ্দিন আমির#
শীত এলে আমাদের
মনে লাগে ভয়।
কেনো যে বলি আমি
কেনো এই হয়।
পোশাক কিনবো কোথা
পেটটাতো খালি।
বসে বসে ভাবি আর
চোখ হয় কালি।
কুতুব উদ্দিন আমির#
শীত এলে আমাদের
মনে লাগে ভয়।
কেনো যে বলি আমি
কেনো এই হয়।
পোশাক কিনবো কোথা
পেটটাতো খালি।
বসে বসে ভাবি আর
চোখ হয় কালি।