তানভীর আহম্মদ ভূঁইয়া #
শীত এসেছে শীত এসেছে
চলে গেছে হেমন্ত
কুয়াশায় এখন ঢাকছে দেখ
চারদিকের দিগন্ত।
লেপের তলায় ঢুকে কেউ
হয়ে যায় বাবু
কেউ আবার হিম বাতাসে
হচ্ছে দেখো কাবু।
কারো কাছে শীতকাল
বর্ষ সেরা মাস
কারো কাছে শীত মানে
শ্রেষ্ঠ সর্বনাশ
তানভীর আহম্মদ ভূঁইয়া #
শীত এসেছে শীত এসেছে
চলে গেছে হেমন্ত
কুয়াশায় এখন ঢাকছে দেখ
চারদিকের দিগন্ত।
লেপের তলায় ঢুকে কেউ
হয়ে যায় বাবু
কেউ আবার হিম বাতাসে
হচ্ছে দেখো কাবু।
কারো কাছে শীতকাল
বর্ষ সেরা মাস
কারো কাছে শীত মানে
শ্রেষ্ঠ সর্বনাশ