Home তোমাদের কবিতা হাসতে শিখি

হাসতে শিখি

হান্না জামান #

হাসতে শিখি চাঁদের মতো জোসনা যেমন ঝরে
হাসতে শিখি দীঘির মতো শাপলা বুকে ধরে
ফুলের মতো হাসতে শিখি ছড়িয়ে মধুর ঘ্রাণ
পাখির মতো হাসতে শিখি গাইবো সবাই গান
মুক্তমনে হাসতে শিখি সুবজ মাঠের মতো
দূর হয়ে যাক এই হৃদয়ের বিষণœতা যতো
হাসতে শিখি নদীর মতো ঢেউয়ের তালে তালে
রংধনুর ঐ হাসির রেখা ফুটুক শিশুর গালে
বৃষ্টি ভেজা রোদের মতো হাসবো অবিরাম
লক্ষ-কোটি টাকার চেয়ে হাসির অনেক দাম।

SHARE

Leave a Reply