আল জাবিরী #
বিন্দু বিন্দু শিশির কণা
সবুজ শ্যামল ঘাসে
ভোরের আলো পড়লে গায়ে
খিলখিলিয়ে হাসে
গাঁয়ের গাছি রসের হাঁড়ি
নামায় সকালবেলা
রসের পিঠা পায়েস পুলি
মনটা করে খেলা
শীতের সকাল হরেক রকম
পিঠা খাওয়ার ধুম
সবার মুখে হাসির রেখা
দু’চোখে নেই ঘুম।
আল জাবিরী #
বিন্দু বিন্দু শিশির কণা
সবুজ শ্যামল ঘাসে
ভোরের আলো পড়লে গায়ে
খিলখিলিয়ে হাসে
গাঁয়ের গাছি রসের হাঁড়ি
নামায় সকালবেলা
রসের পিঠা পায়েস পুলি
মনটা করে খেলা
শীতের সকাল হরেক রকম
পিঠা খাওয়ার ধুম
সবার মুখে হাসির রেখা
দু’চোখে নেই ঘুম।