Home তোমাদের কবিতা শীত এলো

শীত এলো

হুসনে জান্নাত খুশি

হিম হিম কুয়াশা শীত এলো আবার
পিঠা পুলি রসে ভরা কত যে বাহার
সকালে শিশির ঝরে ঘাসে
গাছের ফুলগুলো হাসে।
ঝলমলে মিষ্টি রোদ ছড়ায় হাসি
খেজুরের মিষ্টি রস খেতে ভালবাসি
ভোরের পাখিরা গেয়ে যায় গান
নদী বয়ে চলে শুধু অবিরাম
এভাবে শীত আসে আমাদের মাঝে
পিঠা পুলির গন্ধে মন ভরিয়ে দেয় সকাল-সাঁঝে।

SHARE

Leave a Reply