Home তোমাদের কবিতা শীত

শীত

তামিমা #
শীত এলো হাঁড়ি ভরা
মিষ্টি খেজুর রসে
ভারি মিঠা খেতে পিঠা
চুলোর পিঠে বসে।
শীতের দিনে বেশি মজা
নানাবাড়ি যাওয়া
নানীর হাতে নানান জাতের
পিঠাপুলি খাওয়া
ধনীর ঘরে শীত আনে
দামি দামি কম্বল
গরিব-দুঃখীর রাত কাটানোয়
ছেঁড়া কাঁথা-ই সম্বল
ধনী-গরিব সবাই এসো
সুখের রাজ্য গড়ি
পিঠা পুলি গরম কাপড়
ভাগাভাগি করি।

SHARE

Leave a Reply