Home তোমাদের কবিতা সাদা ছবি

সাদা ছবি

জাহাঙ্গীর হোসেন বাদশা

নদীর ভাঙা কূলে
সবুজ ঘেরা কাশবনে
ভরা সাদা ফুলে
শুভ্র হাওয়া মেখে
মেঘপুরীর ঐ সাদা বক
যাচ্ছে ছবি এঁকে
নীল আকাশটা জুড়ে
সাদায় গড়া মেঘগুলো সব
ভাসছে অগোচরে।

SHARE

Leave a Reply