মনসুর আজিজ #
পতাকায় দেখি সূর্যের মুখ ভাসে
বিজয় মিছিল মাঝখানে তার হাসে
রক্তের দামে যুদ্ধ করে পেলাম স্বাধীন দেশ
লাল সবুজের পতাকা আমার উড়ছে দারুণ বেশ।
স্বাধীনতা পেলে স্বজনের ঋণ বাড়ে
যুদ্ধ শেষে মুক্তিরা হাত নাড়ে
দেশ বাঁচানোর প্রত্যয় ছিলো মনে
যোদ্ধারা পথে স্বপ্নরা আনমনে
বলছে দেশকে গড়ার কথা ভাবো
উন্নয়নে দূর বহুদূর যাবো।
এবার বিজয় আসবে জ্ঞানে ধনে
সুবাস বিলানো শান্তির ফুলবনে
বিভেদ ভুলে গাইবো দেশের গান
বাড়বে তবে বাংলাদেশের মান।