Home ছড়া-কবিতা বিজয় মানে

বিজয় মানে

হেলাল আনওয়ার #

Bijoyবিজয় মানে নয়তো এমন যা খুশি তাই করা
ঘাটে মাঠে সকল সময় খুন জখমে ভরা।
ইচ্ছে মতো অস্ত্র খেলা মারামারি গুম
বিজয় মানে নয়তো এমন কেউটে সাপের চুম।
কালো পথে রক্ত নদী কারো বুকে শোক
পুত্র হারা মায়ের রোদন অশ্র“ ভেজা চোখ।

বিজয় মানে লাল সবুজের আত্মত্যাগের ছবি
বিজয় মানে আম-জনতার স্বপ্ন আঁকা রবি।
বিজয় মানে বিভেদ ভোলা নেইতো কোন দ্বেষ
বিজয় মানে আমার তোমার সোনার বাংলাদেশ।

বিজয় কারো নয়তো একার সবার সমান ভাগ
রক্ত দিয়ে ছিনিয়ে আনা রক্ত মাখা দাগ।
বিজয় আমার গর্ব করার রক্তে কেনা হাসি
স্বাধীনভাবে বলতে পারাÑআমি বাংলাদেশী।
বিজয় মানে হাসির খেলা নয়তো জুলুম করা
বিজয় মানে নয়তো এমন রক্ত নদীর ধারা।

বিজয় এলে ডিসেম্বরে উথলে ওঠে শোক
দুরু দুরু কাঁপতে থাকে দুঃখী মায়ের চোখ।
মা যে আমার মা যে তোমার এইযে সবুজ দেশ
বিজয় কভু হয় না যেন কোথাও নিরুদ্দেশ।

SHARE

Leave a Reply