আসাদুজ্জামান আসাদ #
বাংলা আমার দেশের মাটি
প্রাণের চেয়ে খাঁটি
বাংলা আমার সবুজ ভরা
দারুণ পরি পাটি।
বাংলা আমার মায়ের মতন
বাংলা জন্মভূমি
বাংলা আমার রক্তে দিয়ে
রক্ত লিখা ভুমি।
বাংলা আমার মাঠের বুকে
নদী ভরা জলে
বাংলা আমার চোখের মণি
আলো দিয়ে চলে।
বাংলা আমার মনের খাতা
ছড়া কবিতার বুলি
বাংলা আমার মাতৃভাষা
মনের কথা বলি।
বাংলা আমার বিজয় গাথা
সবার মনের আশা
বাংলা আমার মায়ের কোলে
শুধু ভালোবাসা।