এস এম হাসানুল ইসলাম ঢালী #
চোখ করে পিটি পিটি
চুপ চাপ হাঁটি হাঁটি
দরজাটা আস্তেই খুললো
হেসে হেসে কুটো কুটি
ছোট পায়ে ছুটো ছুটি
দুষ্টটা এক লাফে ছুটল।
ব্যাট হাতে পিটা পিটি
বৃষ্টির ছিটা ছিটি
এই বেলা কাটছে
উঁচু স্বরে হাঁকাহাঁকি
নাম ধরে ডাকা ডাকি
আম্মার গলাটাও ফাটছে।
পা ফেলে চুপ চাপ
সিঁড়ি ভেঙে ধুপ ধাপ
ঘরে এসে ঢুকলো
সব ফেলে ধুম ধাম
মাকে দিয়ে পট্টি-পাম
নুডুলসটা রাঁধিয়েই ছাড়ল।
মা করে বকা বকি
ভাই বোনে ঠোকা ঠুকি
খেতে হবে রাত্রের খানাটা
সব শেষে হুড়াহুড়ি
বিছানায় গড়া গড়ি
এভাবেই চলে যায় দিনটা।