অঞ্জন শরীফ #
নীল আকাশে রংধনুটার
রংবাহারি রূপ
সাতটি রেখা দেখছে সবাই
নেই তো কেহ চুপ।
গাছের ডালে বসে টিয়া
করছে একি ঢং
সারা পাখায় মাখছে যেনো
রংধনুটার রং।
রংধনুটার সাথে দেখি
আকাশভরা নীল
ধীরে ধীরে হবে বুঝি
দূর পাখিটার মিল।
দারুণ মজা করলো সবাই
খোকা-খুকুর দল
ঐ পাখিটা বলল এসে
আকাশ পানে চল।