ইযাযুল হক
জয় আসেনি নদীর স্রোতে
জয় আসেনি মুচকি হেসে
জয় এসেছে লাখ শহীদের
বুকের তাজা রক্তে ভেসে।
জয় আসেনি পাখির ডানায়
জয় আসেনি উড়ে উড়ে
জয় এসেছে অস্ত্র ধরে
যুদ্ধ করে ন’মাসজুড়ে।
জয় আসেনি বৃষ্টি সেজে
জয় আসে নি খেলার ছলে,
জয় এসেছে বুক চেতিয়ে
মেশিন গানের বুলেট খেয়ে।
জয় আসেনি হাওয়ায় দুলে
জয় আসেনি ফুল বাগানে
কেমন করে জয় এসেছে
সবহারাদের বুকটা জানে!