দোলন চাপা
ইচ্ছে করে পাখি হয়ে
দূর নিলীমায় উড়ি
মৌমাছিদের রঙিন ডানায়
ফুলের পাশে ঘুরি।
ইচ্ছে করে মেঘের পাখায়
চাঁদের দেশে ভাসি
রক্ত রাঙা পদ্ম হয়ে
দিঘির জলে হাসি।
ইচ্ছে করে নদী হয়ে
কলকলিয়ে চলি
হাওয়ায় নেচে ধানের ক্ষেতে
মনের কথা বলি।
ইচ্ছে আমার অনেক কিছু
স্বপ্ন দু’চোখ জুড়ে
বড় হয়ে দেখব আমি
বিশ্ব জগৎ ঘুরে।