Home তোমাদের কবিতা সম্ভাবনার দ্বার সম্ভাবনার দ্বার December, 2014 ফরিদ আহমদ ফরাজী শ্যামল সবুজ স্বাধীন দেশের প্রতি ইঞ্চি মাটি মায়ের মতো আপন অতি অমূল্য ধন খাঁটি। আমার দেশের পাখপাখালি গাছগাছালি বন মায়ার বাঁধন অটুট রাখে মনে সারাক্ষণ আমার দেশের সাগর-নদী পাহাড় ঝর্ণাধারা সম্ভাবনার দ্বার খুলতে সদা পাগলপারা।