Home তোমাদের কবিতা হেমন্ত হেমন্ত December, 2014 রফিকুল ইসলাম রিপন মিষ্টি রোদ হাসছে বলছে বাতাস ফিসফিসিয়ে হেমন্ত ঐ আসছে। হালকা শীত লাগছে সোনার ধানে মুড়ে দেখ মাঠে কৃষক হাসছে। ঘাসে শিশির পড়ছে ভেজা ঘাসের আলতো ছোঁয়ায় একটু শরীর কাঁপছে।