Home তোমাদের কবিতা কি মজা হবে

কি মজা হবে

জাহাঙ্গীর হোসেন বাদশাহ

হিমহিম শীতের এই
সোনালি সকালে
কি মজা হবে যে
শিউলী কুড়ালে
শিশির ভেজা ঘাসের বুকে
পা দুটো ভেজালে
হেমন্তে ধানক্ষেতের
আলপথে ছুটলে।
হলুদ লাল ফড়িংকে
এই ছুঁয়ে দিলে
ঝুড়িতে মুড়ি নিয়ে
গুড় দিয়ে খেলে
কাউনের চাল দিয়ে
পায়েশ পাকালে
কি মজা হবে যে
এগুলো খেলে।

SHARE

Leave a Reply