Home তোমাদের কবিতা হেমন্তের ভোর

হেমন্তের ভোর

মো: সোলায়মান স¤্রাট

হেমন্তের ভোরের আলো
মিষ্টি ছোঁয়ায় লাগে ভালো
পাখপাখালি ডাকে ভোরে
তাদের মধুর কলরবে।
শিশিরে ভেজা এই ভোরে
দূর্বাঘাসের উপরে
ফোঁটা ফোঁটা পড়ে থাকে
দেখি শিশির বিন্দুরে।
শিউলিফুলের সৌরভে
সুরভিত বাতাসে।

SHARE

Leave a Reply