ফাতেমা আকতার রিমি
ইচ্ছে করে নদী হয়ে
সাগর পানে ছুটি
ইচ্ছে করে গোলাপ হয়ে
রোজ বাগানে ফুটি।
ইচ্ছে করে হারিয়ে যেতে
ফুলপাখিদের ভিড়ে
কিংবা হয়ে নদীর ঢেউ
আছড়ে পড়ি তীরে
ছোট্ট মনে ইচ্ছে অনেক
পাই না কোনো দিশা
কী করলে জ্বলবে আলো
কাটবে অমানিশা!
ফাতেমা আকতার রিমি
ইচ্ছে করে নদী হয়ে
সাগর পানে ছুটি
ইচ্ছে করে গোলাপ হয়ে
রোজ বাগানে ফুটি।
ইচ্ছে করে হারিয়ে যেতে
ফুলপাখিদের ভিড়ে
কিংবা হয়ে নদীর ঢেউ
আছড়ে পড়ি তীরে
ছোট্ট মনে ইচ্ছে অনেক
পাই না কোনো দিশা
কী করলে জ্বলবে আলো
কাটবে অমানিশা!