ফিলিস্তিনির গাজায়
মারছে নারী, মারছে শিশু
ইসরাইলের রাজায়।
রক্ত নিয়ে হোলি খেলে
ওরা বোগল বাজায়
এমনি করে ইহুদিরা
নিজের কবর সাজায়।
হামাস তবু লড়বে
স্বাধীন স্বদেশ গড়বে।
ইসরাইলের ভিত নড়বে।
অত্যাচারীর খড়গ কৃপাণ
একদিন খসে পড়বে।
ফিলিস্তিনির গাজায়
মারছে নারী, মারছে শিশু
ইসরাইলের রাজায়।
রক্ত নিয়ে হোলি খেলে
ওরা বোগল বাজায়
এমনি করে ইহুদিরা
নিজের কবর সাজায়।
হামাস তবু লড়বে
স্বাধীন স্বদেশ গড়বে।
ইসরাইলের ভিত নড়বে।
অত্যাচারীর খড়গ কৃপাণ
একদিন খসে পড়বে।
হামাস লড়বে।