Home ছড়া-কবিতা হেমন্তের কবিতা -মুহাযির মোতালেব

হেমন্তের কবিতা -মুহাযির মোতালেব

হিমকুয়াশার সাদা আবরণ গায়ে
আসে হেমন্ত শিশির সিক্ত পায়ে।
সোনালি রোদের ঝিলিক ছড়িয়ে পড়ে
লতাপাতা, ঘাসে নিশির শিশির ঝরে।
এখানে সেখানে, গাছগাছালির তলে
রাত্রে জোনাক পোকারা নেভে ও জ্বলে।
রূপের বাহার নেই প্রকৃতির বুকে
হেমন্তকাল আসে বিষণœ মুখে।

এ হেমন্তে ক্ষেত ভরা শুধু ধান
খুশির আমেজে নাচে কৃষকের প্রাণ।
উঠোনে এখন সোনালি ফসল তোলা
সোনা সোনা ধানে ভরবে চাষির গোলা
নতুন চালের পিঠে বানানোর ধুম
কেড়ে নিয়ে যায় সব কিষাণীর ঘুম।
এই হেমন্ত কৃষকের অতি প্রিয়
শহর গ্রামের সবার আদরণীয়।

SHARE

Leave a Reply