Home ছড়া-কবিতা জ্বালাসনে আর মাকে -নজরুল ইসলাম শান্তু

জ্বালাসনে আর মাকে -নজরুল ইসলাম শান্তু

দুষ্টুমি আর করিসনে তুই বাপ
পাড় ভেঙে ওই পুকুর জলে
সদলবলে কৌতূহলে
দিসনে কভু ঝাঁপ।
তোকে নিয়ে আমার যতো ভয়;
এই বয়সে এত্তো নালিশ
মায়ের প্রাণে সয়?
তুই নাকি খুব দুষ্টু বাবা
গাঁয়ের লোকে কয়।
পড়াশোনায় বসে না তোর মন;
দুষ্টুমিতেই ব্যস্ত সারাক্ষণ
টিনের চালে গাছের ডালে
পাখ-পাখালির ডাকে
সারাটাক্ষণ দুষ্টুমিতেই
মনটা উদাস থাকে।
লক্ষ্মীসোনা মানিক আমার
জ্বালাসনে আর মাকে;
দিসনে হানা পাখির বাসা
মৌমাছিদের চাকে।

SHARE

Leave a Reply