Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁপি থেকে নভেম্বর’ ১৪

ঝাঁপি থেকে নভেম্বর’ ১৪

মোহাম্মদ আবদুল্লাহ আল মারুফ
বাহির টিকরামপুর, চাঁপাইনবাবগঞ্জ
– তোমার কথাই ঠিক। কিশোরকণ্ঠ তোমাদের চরিত্র এবং মানস গঠনের জন্যই।
মোহাম্মদ তৌহিদুল ইসলাম (ছগির)
চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম
– হ্যাঁ, তোমাকে স্বাগত। লেখা পাঠাও।
শিবলী ইমন
ছৈয়া, জৈন্তাপুর, সিলেট
– তুমি সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করতে পার।
ইব্রাহীম বিন রশিদ
চর গাজীপুর, বোরহানউদ্দীন, ভোলা
– তোমার ভালো লাগা বিষয়গুলো জানতে পেরে খুশি হলাম।
মাসুম বিল্লা
খিলপাড়া, পলাশ, নরসিংদী
– না ভাই, লেখা ছাপানোর জন্য কোনো চাঁদা বা বখশিশ দিতে হয় না। লেখা ভালো হলে এমনিতেই ছাপা হয়।
মেহেদী হাসান খান
জগন্নাথপুর, মাধ্যমিক বিদ্যালয়, যশোর
– তোমার হাতের লেখা আরও সুন্দর ও গোছালো হওয়া প্রয়োজন। এদিকে একটু খেয়াল রেখ।
মো: মাহিদুল ইসলাম (মন)
মেডিক্যাল পাকারমাথা, সদর, রংপুর
– তোমার লেখাগুলো পাঠিয়ে দাও।
আহসানুল হক সুমন
আমতৈল, জুড়ী, মৌলভীবাজার
– তোমার পুরস্কার যথাসময়েই পেয়ে যাবে ইনশাআল্লাহ।
মীর সাখাওয়াত হোসেন (শামীম)
পূর্ব মায়ানী, আবুতোরাব, মিরসরাই, চট্টগ্রাম
– তোমার পরামর্শটি আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ।
মো: হেলাল মুজাহিদ
ভুল্লার হাট, খানসামা, দিনাজপুর
– তুমি আরো লেখা পাঠাও, ছাপা হবে ইনশাআল্লাহ।
কাওসার আলম
ফরিদগঞ্জ, চাঁদপুর
– কি যে বলো ভাই! তোমার মত পাঠক এবং লেখকই তো আমরা চাই। আরও লেখা পাঠাও। হতাশ হতে নেই।
মোহাম্মাদ মাহবুব আলম
হালইসার, নড়িয়া, শরীয়তপুর
– নতুন হিসাবে তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখন থেকে নিয়মিত লিখবে, কেমন!
মোহাম্মদ আবু সাঈদ
পাকের হাট, খানসামা, দিনাজপুর
– চিঠি সংক্ষিপ্ত করবে। লেখা ভালো হলে ইনশাআল্লাহ ছাপা হবে।
জাকির হোসেন
ইটাখলা, মৌলভীবাজার
– লেখা ভালো হলে তো অবশ্যই ছাপা হবে। একটু ধৈর্য ধর ভাই! আরো লেখা পাঠাও।
শাকিল আহম্মেদ
নয়াপাড়া, মাদারগঞ্জ, জামালপুর
– উপন্যাস নয়, তুমি ছোট ছোট গল্প পাঠাও।
মো : নুরুল ইসলাম (জসিম)
সাগরিয়া, হাতিয়া, নোয়াখালী
– এইতো তোমাকে ‘ঝাঁপিতে’ তুলে নিলাম। এবার খুশিতো?

SHARE

1 COMMENT

Leave a Reply