নদীর ধারে আপন মনে
বসে আছি একা
একটু পরেই চাঁদের সাথে
হয়ে গেল দেখা।
চাঁদের পাশে জ্বলছে যেন
ঝিকিমিকি তারা
নদীর তীরে দাঁড়িয়ে আছে
ছোট্ট গাছের চারা।
মানব শিশু মানব শিশু
হাঁটতে ওরা চায়
গাছের চারা তবে কেন
দাঁড়িয়ে থাকে ঠায়?
লক্ষ লক্ষ তারার মাঝে
চাঁদ কেন ভাই একা?
পূর্ণিমাতে গোল আবার
প্রথম দিকে বাঁকা।